বৃহস্পতিবার, ১২ মে, ২০১১

সফল জীবনের জন্য = মুহাম্মাদ হাবীবুল্লাহ্


মানবজাতির জীবন বলতেই তার একটি উদ্দেশ্য থাকা চাইউদ্দেশ্যহীন জীবনের নেই কোনো মূল্য, নেই কোনো প্রাপ্যজীবনের যেমন উদ্দেশ্য আছে, তেমনি উদ্দেশ্যেরও রয়েছে জীবন তথা জীবনময়তাঅর্থা উদ্দেশ্যের সততা ও মহত্ত্বতাই উদ্দেশ্য হতে হবে স ও মহ, যার ছত্রে-ছত্রে থাকে আদর্শের দীপ্তিজীবনের উদ্দেশ্য ও উদ্দেশ্যের জীবন তথা আদর্শ ও উদ্দেশ্যের শুদ্ধতা ও সততাই হলো সফল জীবনের মূলমন্ত্রউদ্দেশ্যময়তা ও অলসতা পরস্পরবিরোধী আচরণকখনো উভয়ের সম্মিলন হতে পারে নাযে ব্যক্তি জীবনের কোনো লক্ষ্য নির্ধারণ করে নিয়েছে, তার পূর্ণ মনোযোগ নিবদ্ধ থাকে সে লক্ষ্যের দিকেসে এদিক-সেদিক মনোযোগ দিয়ে নিজের স্বর্ণের মতো মূল্যবান সময় নষ্ট করতে পারে নালক্ষ্য নির্ধারণ করে যে জীবন পরিচালনা করে, সে তীব্র বেগে ছুটে ঐ মুসাফিরের মতো যে প্রতিটি মুহূর্ত নিবিষ্ট থাকে আখেরি মনজিলের দিকে অগ্রসর হতেপৃথিবীর দৃষ্টিনন্দন দৃশ্য তাকে মুগ্ধ ও প্রলুব্ধ করতে সামনে এসে দাঁড়ায়, কিন্তু সে দুচোখ বন্ধ করে পথ চলতে থাকে লক্ষ্যে পৌঁছার প্রত্যাশায়ছায়াশীতল বিশ্রামস্থান তাকে আরাম ও বিরামের জন্য উদ্বুদ্ধ করে, কিন্তু সে পথ চলতে থাকে মোহ-মুগ্ধতার স্বাদ ছেড়েবিচিত্র চাহিদা তার পথকে অবরোধ করে, কিন্তু সে সচল পদক্ষেপে এগুতে থাকে সকল বাঁধ-বাধার প্রতিরোধ করেজীবনের বিভিন্ন উত্থান-পতন, স্খলন ও পদস্খলন তাকে ঠেকিয়ে রাখতে চায়, কিন্তু তাতেও কোনো ছেদ পড়ে না তার ইচ্ছা ও প্রতিজ্ঞায়, তার দৃপ্ত পদচারণায়লক্ষ্য স্থিরকারী ব্যক্তি কখনো দিকভ্রান্ত হতে পারে নাকারণ, রাস্তা ও আখেরি মনজিল সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকেসামনে থাকে তার একটি সুনির্ধারিত লক্ষ্যকখনো সে পথ থেকে ফসকে পড়ে নাঅসঙ্গত প্রসঙ্গ নিয়ে সময় নষ্ট করে নি®প্রাণ আনন্দে মেতে ওঠে নাসবদিক থেকে মনোযোগ হঠিয়ে শুধু একদিকেই সে মনোযোগ নিবদ্ধ করেলক্ষ্য অর্জন হওয়া ও আখেরি মনজিলে পৌঁছা পর্যন্ত তাকে থাকতে হয় কর্মচঞ্চল ও ব্যস্তসচলতাই জীবনকে সচল ও সফল করার জন্য প্রত্যেকেরই একটি সুচিন্তিত ও সুচিহ্নিত লক্ষ্য থাকা অনিবার্য, অপরিহার্যলক্ষ্য ও উদ্দেশ্য এমন হওয়া চাই, যার সততা ও সত্যতার ওপর অন্তর পূর্ণ আস্থা রাখে, হৃদয় যাকে পরিপূর্ণভাবে সমর্থন করে এবং যা রক্তের মতো প্রতিটি রন্ধ্রে বিচরণ করেএই লক্ষ্য নির্ধারণই মানুষকে অন্যান্য জীব থেকে বিশিষ্টতা দান করেমনুষ্যত্ব ও পশুত্বের মাঝে বৈচিত্র্য ও বৈপরীত্যের দেয়াল তোলেউদ্দেশ্যের সঙ্গে আদর্শের এবং চিন্তার সঙ্গে কর্মের সংযোগ ঘটাতে হবেচিন্তা হতে হবে আদর্শিক, বাস্তবভিত্তিক ও কর্মমুখীআর কাজ হতে হবে চিন্তানির্ভর, ফলপ্রসূ ও বাস্তবমুখীচিন্তাহীন কর্ম ও কর্মহীন চিন্তা দুটোই অúূর্ণ ও অকার্যকরযে ব্যক্তির জীবনে লক্ষ্যের প্রতি একাগ্রতা ও একাত্মতা সৃষ্টি হবে, তার জীবন অবশ্যি অন্য এক জীবন হয়ে উঠবে, জীবন-সূর্য তার হৃদয়-আকাশে আলোর উদ্ভাস ঘটাবে

দুই.
মানুষের জীবন সে তো বিচিত্র অভিজ্ঞতার সমাহার তিক্ত ও মিষ্ট অভিজ্ঞতা দিয়েই স্থাপিত হয়েছে মানুষের সঙ্গে তার জীবন ও জগতের সেতু-বন্ধনবেদনার উত্তাল নদীতে তরী ভাসিয়ে, রক্তের অথৈ সমুদ্র পার হয়ে মানুষকে যেতে হয় জীবনের ওপারেÑ যে জীবন হবে পুষ্পিত, প্রাণিতজীবন-যাত্রার পথ সে তো বড় দুর্গম, যার বাঁকে বাঁকে রয়েছে শত ভীতি-ভয়, সতত শঙ্কা-সংশয়পথ-যাত্রায় মুহূর্তের অসতর্কতা ডেকে আনতে পারে অপূরণীয় য় ও মহা বিপর্যয়পথচলা ও পদচালনার অনভিজ্ঞতার কারণে মাশুল দিতে হয় পদে পদে, পথের প্রতিটি মোড়ে
জীবন-পথের অকুতোভয় অভিযাত্রী যারা, তাদের যাত্রা-পথ হতে পারে না মসৃণ ও কুসুমাস্তীর্ণতাদের পথ হবে অমসৃণ ও কণ্টকাকীর্ণতাদের পায়ে কাঁটা বিঁধেফোঁটা ফোঁটা রক্ত ঝরেতবুও ল্য-অভিমুখে তাদের কান্তিহীন পথ-চলা, বিরামহীন সংগ্রাম-সাধনা থামে না, থামতে পারে নাতাদের ভাগ্য-অভিধানে  আরামেরকোনো শব্দ নেইবিরামেরকোনো ছন্দ নেইনেই তাদের কোনো ছুটিতাদের নেই কোনো বিরতিতারা তো শৃঙ্খলমুক্ত বন্দী
বিপর্যয় এলে কিংবা পরাজয় ঘটলে মানুষ চিন্তার অতলে হারিয়ে যায়, বেদনার বালুচরে তলিয়ে যায়কিন্তু জীবন ও জগতের স্বভাব তো তা নয়জীবনের অঙ্গনে এগুতে হবে সকল ভয়কে জয় করেএই পৃথিবী তো সর্বাঙ্গ ভঙ্গুরএখানে ভাঙ্গবেপৃথিবীতে সংরণের অর্থ এই নয় যে, আমরা কোনো জিনিসকে কখনো ভাঙ্গতে দেব নাবরং সংরণের উদার অর্থ হলো, শত ভাঙ্গনের পরও সংরণের সুকৌশল জেনে নিতে হবে আমাদেরতাই নিরাশা ও হতাশার সকল বাঁধ-বাধা পেরিয়ে আমাদেরকে বাঁচতে হবে শেষ ও চূড়ান্ত হতাশা থেকেÑজীবন-ব্যর্থতার মরণ-থাবা থেকে
দুঃখ-বেদনার ঝড়োহাওয়ার মধ্যেও আনন্দের মৃদু হাওয়ার আশা আমাদের রাখতে হবেঅসফলতার হাতছানি উপো করে সফলতার পথ আমাদের খুঁজতে হবে, অভিনব পন্থা আবিষ্কার করতে হবেব্যর্থতার উত্তাল দরিয়া পাড়ি দিতে হবেতবুও আমাদের পৌঁছতে হবে সফলতার সবুজ পাড়ে, শিশিরস্নাত প্রান্তরেলাভ-লোকসানের অঙ্ক আগেই কষে নিয়ে পৃথিবীতে ব্যবসা (তথা উদ্দেশ্য) প্রতিষ্ঠা করা যায় নায়-শঙ্কার দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে তীর-তীব্র বেগে চলতে হবে লাভ অর্জনের ল্েযÑসফলতা অর্জনের জাঁকালো অঙ্গনেজীবনের ময়দানে উন্নতি-অগ্রগতির আশা তাকেই সাজে যে পশ্চাদগামিতার ঝড়-ঝাপটা উপো করে অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে পারে অটল পদেেপ, অবিচল পদেেপপ্রথমে হারাতে হবেহার মানতে হবেহারানোর পর সত্যিই আমরা পাব, কিন্তু প্রাপ্তি-অপোর প্রহর গুনতে হবেএখানে ঐক্য আছেআছে সর্বনাশা অনৈক্যওঅনৈক্য, মতানৈক্য আমাদের তাড়িত করে, অন্তর-জ্বালায় তাপিত করেসেই অনৈক্যের যাঁতাকল থেকে আমাদেরকে মুক্তি পেতে হবেকিন্তু কিভাবে? জীবন-গ্রন্থ থেকে অনৈক্যর পাঠ মুছে দিয়ে?  না, বরং শত অনৈক্যের মাঝেও আমাদেরকে রচনা করতে হবে ঐক্যের নতুন অধ্যায়সমাজের চিত্ত-পটে আঁকতে হবে একতার যুসই চিত্রঅর্জন করতে হবে অনৈক্যের মাঝেও ঐক্য গড়ে তোলার সুদতা ও শিল্প-কুশলতা
পৃথিবীতে গ্রীষ্মের কাঠফাটা রোদ যেমন আছে, আছে তারুণ্য-ভরা বসন্তওএখানে ঋতু আছেআছে ঋতুর রূপবদলইতিহাস আছে, আছে ইতিহাসের পালাবদলঅমাবস্যা-রাতের ঘোর আঁধারি কাটিয়ে প্রভাত-মণি উদিত হয় নীলিম আকাশের পূর্ব দিগন্তেফুলের রাজা গোলাপরঙে ও রূপে অনন্য, যার গুণ-প্রশংসায়, যার রূপ-বর্ণনায় রঙিন হয়েছে কবি-সাহিত্যিকদের তুলি-কলম, সুশোভিত হয়েছে তাদের মন-মননশিল্পীগণ যার চিত্র এঁকেছেন মনের মাধুরী মিশিয়েশিল্প-চাতুর্যকে নানাভাবে খেলিয়েকিন্তু যে গাছে, গাছের যে ডালে এই সুকোমল ফুলটি ফুটে আছে, তারই সঙ্গে লেগে আছে অনেক বিষধর কাঁটাফুলকে কাঁটা থেকে বিচ্ছিন্ন করা, কাঁটা ছাড়া ফুল নেয়া আমাদের জন্য সম্ভব নয়ফুল নিতে হলে কাঁটার  ভেতর দিয়েই নিতে হবেএটাই স্রষ্টার অমোঘ বিধানজীবনের কাঁটাবনে প্রবেশ ছাড়া জীবনের পুষ্পায়ণ ও রূপায়ন সম্ভব হয় না, হতে পারে নাফুল ও কাঁটার সহাবস্থান যেমনি শাশ্বত সত্য, মানব জীবনে আনন্দ-বেদনার আলিঙ্গনও তেমনি স্বীকার্য-চিরায়তএই চির স্বীকৃত বাস্তবতায় রয়েছে মানব জীবনের জন্য চিরন্তন শিাসে শিা কিতাব-খাতা থেকে নয়, নিতে হবে ইতিহাসের পাতা থেকেজীবনের অভিজ্ঞতা থেকে, ইতিহাসের স্মৃতি থেকে, দুনিয়ার প্রকৃতি থেকে এ-শিা আমাদের নিতে হবে ভাব ও ভাবনার নীরব ভাষায়, অনুভবের নিভৃত ধারায়গ্রীষ্ম-বসন্তের সংঘর্ষ, আলো-আঁধারির সংঘাত এরই মধ্য দিয়ে আলোকিত করতে হবে আমাদের জীবন-যৌবনগড়তে হবে স্বপ্নালু ভবিষ্যজীবনোদ্যানকে ফুটিয়ে তুলতে হবে ফুলে ও ফলে, ফসলে ও পাতাবাহারে
সত্যের পথের মুসাফির যারা, সফল জীবনের আলোর সন্ধানে তাদেরকে দুঃখ-দুর্দশা পোহাতে হবে পদে পদেসময়-স্রোতের উজান পাড়ি দিতে হবে জীবনের পথে পথে
তিন.
আল্লাহর দেয়া আমাদের এই পৃথিবী সম্ভাবনার আধারপৃথিবীতে এক যায়, এক আসেসুখে-সঙ্কটে কেটে যায় মানুষের দিন-রাতকালোর ওপর ভালোর এবং অসত্যের ওপর সত্যের জয় পূর্বেও যেমন ছিল, এখনো আছে; থাকবে চিরদিনপৃথিবীতে দিন যায়, রাত আসেসূর্যের আলো গিয়ে স্নিগ্ধ জোছনা আসেরাতের ঘনঘোর অন্ধকার কাটিয়ে প্রভাত নেমে আসেগ্রীষ্মের শুষ্কতা ফুরিয়ে বসন্তের সজীবতা ফুঠে ওঠেরাতের শেষে মৃদু আলো নিভে গিয়ে, পৃথিবী যখন অন্ধকারে হারিয়ে যায়, তখনো পৃথিবীকে আলোকিত রাখে এক রহস্যময় আলোÑ জোনাকির আলোপথে পথে, পথের দ্বারে; সবুজ প্রান্তরে অসংখ্য জোনাকিএই নেভে, ওই জ্বলেইতিহাসের পাতায়, স্মৃতির আয়নায় এখনো যাঁরা উজ্জ্বল হয়ে আছেন, প্রতিদিনের সূর্যোদয়ে তাঁরা নতুন দিনের সন্ধান পেয়েছেনযে দিনের সূর্যাস্ত চিরদিনের জন্য থেমে যাবে, হয়ত সে দিনই সুযোগ-সম্ভাবনার ইতি হবেকিন্তু পৃথিবীর বুকে যতদিন সূর্যের উদয় হবে, ততদিন মানবজীবনে সম্ভাবনার জয় হবেযে দিন পর্যন্ত সূর্য আপন আলোয় উদ্ভাসিত থাকবে, বুঝে নিতে হবে, এখনো সুযোগ আছে কিছু করার, এখনো সময় আছে পায়ে পায়ে এগিয়ে যাওয়ার
যে কোনো জাতি ও জনগোষ্ঠীর উন্নতি-অগ্রগতির সম্ভাবনা কখনো সমূলে শেষ হয়ে যায় নাপ্রত্যেক মানুষ ও প্রতিটি জনপদের ভাগ্যে রয়েছে উন্নতির তারাভরা আকাশ, পূর্ণিমায় ভরা উদ্ভাসযুগের দুর্যোগের কারণে যদি কারো সাময়িক পতন ঘটে, তা হলে চরমভাবে হতাশ হয়ে যাওয়ার এবং নিজেকে হারিয়ে ফেলার কোনো কারণ নেইস্রষ্টা এই পৃথিবী সৃষ্টি করেছেন অভূতপূর্ব ও অভাবিতপূর্ব সম্ভাবনা দিয়েজমিনের বিশালতায়, আকাশের উঁচুতায়, পাহাড়ের দৃঢ়তায় ও সাগরের গভীরতায় মানুষের জন্য রয়েছে অসংখ্য সম্ভাবনাপ্রয়োজন শুধু বিবেক-বুদ্ধিকে কাজে লাগাবার, আবেগ-উদ্বেগকে সংযত করার এবং চিন্তা-চেষ্টাকে প্রাণিত করারউন্নতির জন্য আজ মানুষ বিকিয়ে দিচ্ছে অমূল্য জীবন-যৌবন, বিলিয়ে দিচ্ছে সমুদয় অর্জন-উপার্জনমনে রাখতে হবে, উন্নতি এত দুরূহ নয়, তবে শ্রমসাধ্য বটেসময়-সুযোগের যথাযথ, সংযত, যুগোচিত ও বাস্তবোচিত ব্যবহারই হলো কালজয়ী উন্নতির উসমূল
উন্নতির স্বর্ণশিখরে পৌঁছুতে হলে শিক্ষা নিতে হবে অতীত থেকে, কাজে লাগাতে হবে বর্তমানকে, প্রাপ্তির আশা রাখতে হবে ভবিষ্য থেকেযে ব্যক্তি অতীত ভুলে যায়, বর্তমানকে হারায় অলসতায় এবং ভবিষ্য সম্পর্কে নিজেকে মনে করে অসহায়, তার সফল হওয়ার কী আছে কোনো উপায়? তাই দ্বিধা-বাধার ঘোর কাটাতে হবেঅলসতার জটাজাল ছিন্ন করতে হবেআশা-আশঙ্কার সংঘাতে যদি নিজেকে হারিয়ে ফেলে, নিষ্পেষিত হয় যদি হীন যাঁতাকলে, তা হলে সে নিশ্চয় হারায়, বঞ্চিত হয়পক্ষান্তরে যে ব্যক্তি পথের ঝুঁকি ও মনের উঁকি-ঝুঁকি উপেক্ষা করে, বিশ্বাস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলে সে সফল হয়, সে সুফল হয়
সত্যের পথের মুসাফির যারা, আল্লাহর সব সৃষ্টি তাদের জন্য, তারা আল্লাহর জন্যএ-সত্যকেই পাথেয় বানাতে হবে পদে পদে, জীবনের পথে পথে
সকলপ্রকার বাধা-বিপত্তি দূর করে আমাদের ক্রমাগত সামনে এগিয়ে যেতে হবেকবির ভাষায় :
‘‘ছিঁড়ে যাক পাল, ভেঙে যাক হাল
আসুক তমসা ঘোর,
সপ্তসিন্ধু পাড়ি দিয়ে তবু
আনতেই হবে নতুন ভোর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন