বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০১১

মানবাধিকার লঙ্ঘনের এক বছর: বিরোধী দলকে দমন-নিপীড়ণে ব্যস্ত ছিল মহাজোট সরকার


মানবাধিকার লঙ্ঘনের এক বছর: বিরোধী দলকে দমন-নিপীড়ণে ব্যস্ত ছিল মহাজোট সরকার
হাসান ফেরদৌস

কালের অনন্ত যাত্রায় নতুনের কাছে প্রত্যাশা শিশিরভেজা পত্রপল্লবের মতো চিরদিন মানব হৃদয়ে জেগে থাকে বলেই জীবন নিরন্তর বহমান। এ স্্েরাতে এগিয়ে যেতে যেতেও পেছন ফিরে বিষন্ন বেদনায় দেখে নিতে ইচ্ছে করে চলে গেল যে, তাকে। বিদায়ী বছরটি প্রাপ্তি আর অপ্রাপ্তির দোলাচলে নিয়েছে অনেক কিছু। চিরবিদায় নিয়েছেন দেশের অনেক কৃতী সন্তান। কিন্তু দিয়েছেও কি কম? রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, সমাজ-শিা-সংস্কৃতি, আইনশৃঙ্খলা, বিচার বিভাগ, ক্রীড়া, পররাষ্ট্রনীতি ইত্যাদি নিয়ে বছরটি ছিল আলোচিত, সমালোচিত।
২০১০ সাল পুরোটাই ছিল মানবাধিকার লঙ্ঘনের বছর। দেশজুড়ে ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা। হত্যা, অপহরণ ও ক্রসফায়ারসহ বিচারবহির্ভূত হত্যাকান্ড, গুপ্তহত্যা, আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে অপহরণের পর নিখোঁজ, গুলিবিদ্ধ লাশ উদ্ধার, মামলা দিয়ে হয়রানি, শ্যোন অ্যারেস্ট, রিমান্ডে নিয়ে নির্যাতন, নারী নির্যাতন, ইভটিজিং, সংখ্যালঘুদের বাড়িঘর দখল, বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের সময় মৃত্যু এবং সংবাদপত্র ও সাংবাদিকদের দমন চলেছে বছরজুড়ে।
বছরজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল সুপ্রিম কোর্ট। এ বছর আলোচিত বেশ কয়েকটি মামলার রায় মানুষের দৃষ্টি কেড়েছে। বছর শুরু হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিদের আপিল খারিজ করে দেওয়ার বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজের মাধ্যমে। এর পর কারাগারে থাকা পাঁচ আসামির ফাঁসিও কার্যকর হয়। জাতির জনকের হত্যাকারীদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হয় জাতি। এরপর সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল হয় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ভিন্ন রায়ে। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সেনানিবাসে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বাড়ির ইজারা বাতিলসংক্রান্ত রায়। হাইকোর্ট ও আপিল বিভাগের রায়ে ওই বাড়ি ছাড়তে হয় খালেদা জিয়াকে। এ ছাড়া আদালত অবমাননা মামলার রায়ে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সাজা হয়। পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ বিল বাতিল করে দেওয়া রায়, ফতোয়া নিষিদ্ধ করে দেওয়া রায় এবং বাধ্যতামূলকভাবে ধর্মীয় পোশাক পরা নিষিদ্ধ করার রায় ছিল উল্লেখযোগ্য।
জানুয়ারি : মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের ৪৫৮ মামলা প্রত্যাহার। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে ঘুষ নেয়ার সংবাদ প্রকাশ করায় আমারদেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী এবং বিশেষ প্রতিনিধি এম আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের দিল্লিতে বৈঠক, তিন চুক্তি, দুই এম.ও.ইউ. স্বারিত, আশুগঞ্জ বন্দর দিয়ে স্থায়ী ট্্রানজিট দাবি ভারতের। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে দুই দেশের যৌথ ঘোষণা, ট্্রানজিট ও বন্দর সুবিধা পেল ভারত। ছাত্রদলের দু’প ও ছাত্রলীগের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রণত্রে, ছাত্রলীগের হামলায় ছাত্রদল সভাপতি আহত, হামলাকারীদে গ্রেফতার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’দিনের ধর্মঘট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পাঁচ আসামি মেজর (অব.) বজলুল হুদা, লে. কর্নেল (অব.) মহিউদ্দিন আহমেদ, কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশীদ ও মেজর (অব.) এ কে এম মহিউদ্দিন আহমেদের ফাঁসির রায় কার্যকর।
ফেব্র“য়ারি : ভারতীয় নৌবাহিনীর জাহাজ খুলনার আকরাম পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে পড়ে। পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আদালতের অভিমত ও হাইকোর্ট রায়ের সংশোধনীসহ খারিজ করে দেন আপিল বিভাগ। কী অভিমত ও সংশোধনী দেয়া হবে, তা উন্মুক্ত আদালতে বলা হয়নি। জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘খুনি’ বলায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির সদস্যরা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। আমারদেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গাড়িতে ঢাকার তেজগাঁও থানার সাতরাস্তা মোড়ে হামলা হয়। এতে গাড়ির পেছনের কাচ সম্পূর্ণ ভেঙে যায়। তবে অল্পের জন্য মাহমুদুর রহমান হাতুড়ির আঘাত থেকে রা পান। রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি বাঙালি ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, দু’শতাধিক ঘরে আগুন, গুলিতে নিহত চারজন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল বিমানবন্দর করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ হয়।
মার্চ : শেয়ারবাজারে বড় ধরনের দরপতন। ডিএসই সূচক কমে ১২৩ পয়েন্ট। বিশিষ্ট সাংবাদিক ও ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নুরুল কবিরকে হত্যার হুমকি। বিদ্যুতের দাম শতকরা ৬ থেকে ৭ ভাগ হারে বাড়ে। জাতীয় সংসদে সরকার ও বিরোধীদলের সদস্যদের একে অন্যের বিরুদ্ধে গালাগালির জের ধরে উভয় দলের সদস্যদের মধ্যে হাতাহাতির উপক্রম। সরকারি দলের সংসদ সদস্য জয়নাল আবেদীনের বিরোধীদলের সদস্যদের দিকে তেড়ে আসাকে কেন্দ্র করে দু’পরে মধ্যে মারমুখী অবস্থার সৃষ্টি হয়। এতে ১৫ মিনিটের মতো সংসদ অকার্যকর হয়ে পড়ে। মওলানা ভাসানী নভোথিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরোর (বিলুপ্ত) দায়ের করা তিনটি মামলা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট বিভাগ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সংসদের স্পিকারসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বেতন ভাতা প্রায় দুইগুণ বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চারদলীয় জোট সরকারের আমলে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করা মিগ-২৯ যুদ্ধবিমান কেনা দুর্নীতি মামলাকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট বিভাগ। সরকারদলীয় মন্ত্রী, এমপি ও নেতাদের আরও ৬৬৯টি মামলা প্রত্যাহার করার সুপারিশ। গানম্যানসহ পাঁচ ক্যাডার পাঠিয়ে আল আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমএ সামাদ শেখকে অপহরণের চেষ্টা চালান পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশের জমি দখল করে ভারতের বিএসএফ, সীমান্তে এক হাজার রাউন্ড গুলি বিনিময়, ৩০ বাংলাদেশী গুলিবিদ্ধ। মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্্রাইব্যুনাল গঠিত হয়।
এপ্রিল : সাবেক স্বৈরশাসক এইচএম এরশাদের মতা দখল, সামরিক আইন জারি ও সামরিক আদালত গঠন করে বিচার কেন অসাংবিধানিক, অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে কারণ দর্শাতে হাইকোর্ট বিভাগের রুল জারি। একই সঙ্গে এরশাদের সামরিক শাসনের কার্যক্রমকে বৈধতা দিয়ে জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের সপ্তম সংশোধনী কেন অবৈধ ঘোষণা হবে না, তা-ও জানতে চান আদালত। ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের রুলের শুনানিতে সময় চাওয়াকে কেন্দ্র করে খালেদা জিয়ার আইনজীবীদের গ্রেফতারের হুমকি হাইকোর্ট বিভাগের। খুনের মামলার আসামি ও সুপ্রিমকোর্ট ভাংচুরের সঙ্গে জড়িত বিতর্কিত ব্যক্তিসহ হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে ১৭ জনকে নিয়োগ। ভোলা-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনকে বিজয়ী ঘোষণা; নির্বাচনী ফল বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের প্রত্যাখ্যান। বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান বন্ধ করে দেয় সরকার।
মে : মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য সরকারের নিয়োগ দেয়া তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিনের সরকারের চাপেই পদত্যাগ। ভারত, চীন, শ্রীলঙ্কা ও দণি কোরিয়ার সঙ্গে উন্মুক্ত বাণিজ্য চুক্তি করতে সরকারের উদ্যোগ ও চুক্তির খসড়া প্রণীত। বাংলাদেশের তরুণ পর্বতারোহী মূসা ইব্রাহিমের এভারেস্ট জয়, দেশজুড়ে তার জয়গান। ব্রিটনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদন ২০০৯ প্রকাাশ। ক্রসফায়ার বন্ধের প্রতিশ্র“তি না রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা; বিডিআর বিদ্রোহের অভিযোগে গ্রেফতারকৃতরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেপজায় পরামর্শক নিয়োগসংক্রান্ত দুর্নীতি মামলা হাইকোর্টে বাতিল।
জুন: আমারদেশ পত্রিকার ডিকারেশন বাতিল, প্রেস সিলগালা, কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ, গভীর রাতে ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার। মাহমুদুর রহমানের গ্রেফতারের বিরুদ্ধে জাতীয় সংসদে তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। বিএনপির প্রার্থী মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী। সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপির ডাকে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত।
জুলাই : অনিশ্চয়তা ও রুদ্ধশ্বাস প্রতীার অবসান ঘটিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ঐতিহাসিক রায়ে আমার দেশ ৩৩ দিন পর আবার প্রকাশিত।
আগস্ট : কোরবানি প্রসঙ্গে কোরআনের ব্যাখ্যা সংশোধনের আবেদন জানিয়ে দায়ের করা রিট খারিজ করেন আদালত। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির ঢাকায় ঝটিকা সফরকালে ভারতের জন্য ট্্রানজিট দ্রুততর করতে কঠিন শর্ত ও উচ্চ সুদে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি স্বার করে বাংলাদেশ ও ভারত। সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের পিস্তলের গুলিতে খুন হন যুবলীগ নেতা ইব্রাহিম আহমেদ। আদালত অবমাননার অভিযোগে আমারদেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ মাসের কারাদন্ড দেয় আপিল বিভাগ। সামরিক আদালতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরের বিচারের সব নথি তলব করেন হাইকোর্ট। সপ্তম সংশোধনীকে বাতিল করে ও সামরিক শাসক এইচএম এরশাদের মতা গ্রহণকে অবৈধ, অসাংবিধানিক বলে হাইকোর্টের রায় ঘোষণা। এরশাদের জারি করা সামরিক আইন, সামরিক আদালত গঠন, ওই আইনের অধীনে সব কর্মকান্ড, বিধিবিধান, আদেশ-নির্দেশকেও অবৈধ ঘোষণা করেন আদালত। ২০০১ সালে ঢাকার মালিবাগে সংঘটিত আলোচিত ‘ফোর মার্ডার’ মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচবিএম ইকবাল, ভোলা-৩ আসনের বর্তমান এমনপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৪ জনকে খালাস দেন আদালত।
সেপ্টেম্বর : অ্যানথ্রাক্স রোগ সারাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় সরকারের রেড অ্যালার্ট জারি। যুবদল নেতা সাব্বির আহম্মেদ গামা হত্যা মামলায় ফাঁসির ২০ আসামির সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। শতাধিক সফরসঙ্গীর বিশাল এক বহর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলেন। বেসরকারি চ্যানেলে বিটিভির খবর প্রচার করতে মালিকদের প্রতি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ। সরকারি কর্মকর্তাদের মতাসীন আওয়ামী লীগের ক্যাডারদের নির্যাতন, হুমকি থেকে রা করতে ও নিরাপত্তা দিতে না পারায় কর্মকর্তাদের কাছে মাফ চাইলেন পাবনার জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদির। সীমান্তে গুলি করে বাংলাদেশীদের হত্যা বন্ধসহ গোলাগুলি না করার প্রতিশ্র“তি ভারতীয় বিএসএফের মহাপরিচালক রমণ শ্রীবাস্তবের। তালিকা অনুযায়ী দলীয় লোকদের চিকিৎসক হিসেবে নিয়োগ দিতে বাধ্য করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে ছাত্রলীগ, যুবলীগ, স্বাচিপ নেতাদের মারধর। জ্বালানি খাতের প্রকল্প বাস্তবায়নের েেত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কৃতকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা রহিত করে জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বিল ২০১০’ উত্থাপন।
অক্টোবর : সহস্্রাব্দ উন্নয়ন ল্যমাত্রা (এমডিজি) অর্জনে গত এক দশকে বাংলাদেশের অর্জন শূন্য বলে সোস্যাল ওয়াচের প্রতিবেদন প্রকাশ। ৯ মাসে ৯০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার বলে মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদন প্রকাশ। উপজেলা পরিষদকে কার্যকর করার উদ্যোগ নিতে সরকারের প্রতি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দুই মাসের আল্টিমেটাম। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মহাসমাবেশে মানুষের জটলায় ট্রেন ঢুকে যায়, তাতে নিহত ৫ জন, বিুব্ধ জনতা জ্বালিয়ে দেয় ট্রেনটি, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত। বাংলাদেশের সীমান্তের ৫০ গজের মধ্যে বেড়া তৈরির অনুমতি পেল ভারত, বাঁধা দিয়েও ওপরের নির্দেশে পিছু হটলো বিডিআর। সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে আবাসন প্রকল্পের জন্য ছয় হাজার বিঘা জমি কম দামে কেনার চেষ্টার প্রতিবাদে বিুব্ধ গ্রামবাসীর সঙ্গে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের সংঘর্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ রণত্রে, সেনাক্যাম্পে আগুন, আহত অর্ধশতাধিক।
নভেম্বর : বাংলাদেশকে ‘ট্রানজিট কান্ট্রি’ বানানো হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঘোষণা। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গভীর রাতে আকস্মিকভাবে র‌্যাব-পুলিশের ঘেরাও। খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে সরকারের উচ্ছেদ, অমানবিকভাবে তাকে টেনেহিঁচড়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়। বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে অচল দেশ। প্রধান বিচারপতির ঢাকার হেয়ার রোডের বাসভবনের সামনে গভীর রাতে দুটি ককটেল বিস্ফোরণ, বিরোধীদলের নেতাকর্মীদের ধরপাকড় করতে তাদের বাসায় বাসায় পুলিশ, র‌্যাবের হানা।
ডিসেম্বর : বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা স্বতঃস্ফূর্ত হরতাল পালিত। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সিরাজগঞ্জের অর্থঋণ আদালতে ঋণখেলাপের মামলা, বিদেশি অনুদানের দশ কোটি ডলার ‘অন্যত্র’ সরিয়ে নেয়ার খবরে তোলপাড়। ২৬৯ উপজেলায় পৌর নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের। ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগে ভাগ করার প্রস্তাবে সায় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদীতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০, আহত ৩ শতাধিক। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দুটি সিদ্ধান্তের কারণে টালমাটাল শেয়ারবাজার। সবশেষ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন ভোর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী গ্রেফতার করা হয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারকে সারা বছরই সমালোচনার মধ্যে থাকতে হয়েছে। সরকার বারবার পর্যাপ্ত খাদ্য মজুদসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরলেও চাল, ডাল, আটা, তেল ও খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে থাকেনি। গত দুই বছর বিদ্যুৎ সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে না পারায় বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখোমুখি হয় সরকার। তবে বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে চলতি বছর সরকার বেশ কিছু পদপে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সৌর শক্তি ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন পদ্ধতি, বেসরকারি খাতকে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করা, রেন্টাল, কুইক রেন্টাল পদ্ধতি গ্রহণ, বিদ্যুৎকেন্দ্র মেরামত ও নতুন কেন্দ্র স্থাপন।
বিদায়ী বছরে সারা দেশে ঘটে গেছে ভয়াবহ কিছু অগ্নিকান্ডের ঘটনা। এসব ঘটনায় হতাহতের সংখ্যা যেমন ছিল অনেক, তেমনি য়তির মাত্রাও ছিল ব্যাপক। বরাবরের মতো গঠিত হয়েছে তদন্ত কমিটি। কমিটিগুলো তাদের প্রতিবেদনও পেশ করেছে। কিন্তু এরপর সব কিছুই চলছে আগের মতো। অগ্নিকান্ডের কারণ খুঁজে পাওয়া গেলেও বছর শেষে এ সমস্যা থেকে উত্তরণের কোনো পথ পাওয়া যায়নি। ইভ টিজিংয়ের শিকার হয়ে নারী-কিশোরীর আত্মহনন কিংবা বখাটেদের উৎপাতও ছিল বছরের সমালোচিত ঘটনা।
এদিকে ২০১০ সালে জাতীয় সংসদের অধিবেশন চলেছে অনেকটা বিরোধী দল ছাড়াই নিষ্প্রাণ। নবম জাতীয় সংসদে বিদায়ী বছরে অনুষ্ঠিত চারটি অধিবেশনের ৮৮ কার্যদিবসের মধ্যে বিরোধী দল বিএনপি সংসদে উপস্থিত ছিল মাত্র ২৩ দিন। সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয় না বলে অভিযোগ তুলে বিরোধী দল লাগাতার সংসদ বর্জন করে চলেছে। তবে সরকারি দল এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, বিরোধী দল সংসদকে অকার্যকর করতে পরিকল্পিতভাবে সংসদ বর্জন করেছে।
সব মিলিয়ে বিদায়ী বছরটি ছিল বৈচিত্র্যময়। অতীত পেছনে ফেলে সামনে নতুন বছর। এখন নতুন বছর ও নতুন সূর্যের অপোয় দেশবাসী। এখন অপো মানুষের খাদ্যের নিশ্চয়তা, যুদ্ধাপরাধীদের বিচার, আইনশৃঙ্খলার উন্নতি, অসাপ্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ ও সঙ্ঘাতময় রাজনীতি পরিহার করে সৌহার্দ্য-সম্প্রীতির দেশ। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারের কাছে এ প্রত্যাশা রেখেই শুরু হলো নতুন বছর, নতুন জীবনে যাত্রা করলো এ দেশের মানুষ। এ যাত্রা হোক শুভ ও কল্যাণকর। #

লেখক : সাংবাদিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন