বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০১১
কবিতা
বীর জনতা
হান্না হাসান
টকটকে লাল সূর্য এখন নেই আকাশে আর
ঘোর আধারে এই ধরণী করছে হাহাকার।
বীর জনতা তোমরা জাগো এই ধরণী কাঁদে
আকাশ বাতাস কাঁপছে শুধু করুন আর্তনাদে।
গর্জে উঠার এইতো সময় আর থেকো না ঘুমে
দীপ্ত পদে এগিয়ে চলো একটুও না থেমে।
আর দেরি নয় বেরিয়ে পড়ো ফুরিয়ে এলো দিন
শুনতে কি পাও রণাঙ্গনে বাজছে করুন বীণ।
রক্ত সাগর পেরিয়ে গিয়ে আনব বিজয় পাখি
মোদের পানে চেয়ে আছে লক্ষ কোটি আঁখি।
খালেদ তারিক ওমর ফারুক ডাকছে করুণ সুরে
হারিয়ে যেতে আয় না সবাই রক্ত নদীর নীড়ে।
মজলুমের কান্না বলো শুনব কত আর-
ঘুচিয়ে দেব সব জালেমের সকল অনাচার।
পাপচার আর জুলুমবাজি বন্ধ হতেই হবে
বীর জনতা তোমরা জাগো ঘুমিয়ে কত রবে।
ভাইয়ের খুনে রাঙ্গা আমার মায়ের সাদা বসন
উষর ধরায় আনব বিজয় হয় যদি ভাই মরণ।
মুক্ত হাওয়ায় উড়িয়ে দেব মোদের বিজয় নিশান
এই পৃথিবী নয় বাতিলের করব মোরা প্রমান।
নীল আকাশে মধুর হেসে উঠবে নবীন শশী
বীর জনতা গর্জে উঠো আর থেকো না বসি।
নতুন বছর
মোহাম্মদ মঞ্জুর মোরশেদ
নতুন বছর নতুন দিনে
থাকবে ভাল করে,
নতুন দিনে থাকবে তুমি
আনন্দ আর উল্লাসে।
নতুন বছরে পাবে যে শিক্ষা
আর থাকবে না জীবনে দিক্ষা।
ভবিষ্যতের চিন্তা নিয়ে,
করবে দেশের মান উজ্জ্বল।
তোমাদের শিক্ষা, দেশের শিক্ষা
নিজের কাজে থাকবে।
ভবিষ্যতে দেশের জন্য দিবে তুমি প্রাণ
সব আঘাত সহ্য করে রাখবে দেশের মান।
আমার কথা, তোমার কথা জানবে দেশে দেশে
জানবে বিশ্ববাসী,
আমাদের থেকে শিক্ষা নিবে নতুন প্রজন্ম।
তুমি হাসবে সবার সুখে,
নিজের দুঃখ ভুলে গিয়ে।
তোমার দুঃখ ভুলে যাবে
পাখির কলরবে।
পাখিরা সব ফিরে যাবে
নীল আকাশের মাঝে।
তোমার আমার দুঃখ বিলীন হবে
সবার মাঝে মাঝে।
আদর্শ সমাজ
আতাউল
চাই না আমরা চাঁদাবাজি
চাই না আমরা টেন্ডারবাজি
চাই না কোন টাকার কাড়ি।
আমরা চাই গড়তে
আল্লাহ-নবীর আইন মানতে।
আমরা নাবিক, আমরা মুসলিম
আমরা বীর, আমরা স্থির
আমরা ঐক্য, আমরা দৃঢ়
আমরা বিশ্বাসী আল্লাহ নবীর
নেই ভয় জীবনের
লক্ষ্য এক, উদ্দেশ্য এক
জাগাবো তরুণ সমাজ
দূর করব অশ্লীলতা
প্রতিষ্ঠা করব শালীনতা
এই তো মোদের বাসনা।
মানবাধিকার
রৌদ্র রায়হান
জালিমের নিষ্পেশিত নিপীড়নে
শুনা যায় মানবতা আজ আকাশে-বাতাসে
মাববতা আজ মুখে মুখে।
যারা বলে মানবাধিকারের কথা
তাদের পদপৃষ্টে মানবাধিকার আজ নষ্ট
তারা শুনায় সত্যের বাণী
হৃদয়ে তাদের মিথ্যা রাশি রাশি।
ঢেকে রাঙ্গা রবি মিথ্যার চাঁদরে
বজ্রাহঙ্কারে তারা বলে,
আনবে তারা সবুজের মাঠে
তারা উঠায় রবি, মানবের রাঙ্গা রক্তে
দেখিয়ে আমা সূর্বণ প্রত্যয়ে।
আবার সর্বগ্রাসীরূপে বিনাশ করে সূর্বনকে
মানবতা যে তাদের পদ তলে।
মেতে উঠে বিনোদন-প্রনোদনায়
তারা মিটায় অনাহার, অপুষ্টি, সেমিনার মজ্জায়
তাইতো আজও লাখো-কোটি শিশু অশ্র“ ঝরায়
বয়ে যায় প্লাবন তাদের আর্তনাদে।
আকাশে-বাতাসে ভেসে উঠে, মানবতার গ্লানি
সে যে আজ অভিশপ্ত
কলঙ্কিত! এক ভাষাবোধের বাণী।
মানবতার আবরণে বহুরূপে
বাঁেধ মোদের বিলসীতার চাদরে
থাকি পড়ে শুধু স্বপ্নঘোরে
নিদ্রাবেশে ফেলে মোদের
কেড়ে নেয় স্বর্গ মাতৃভূমিকে। ##
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন