শুক্রবার, ৩ জুন, ২০১১

সম্ভাবনাময় বাংলাদেশ


সম্ভাবনাময় বাংলাদেশ


শাহীন আহমদ খান

ধন ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরাদ্বিজেন্দ্রলাল রায়ের এই গানের সাথে সুর মিলিয়ে পর্যটক ইবনে বতুতাও বাংলাদেশের রূপে মুগ্ধ না হয়েপারেননি। নদী বিধৌত দেশ যেমন রূপে বিশ্বরানী তেমনি এর প্রাকৃতিক সম্পদের প্রতি ঈর্ষান্বিত বিশ্ব শক্তিও।
অপার সম্ভাবনাময় প্রাকৃতিক প্রাচুর্য্যরে সাথে দেশের মেধা সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশ উঠতে পারে উন্নত রাষ্ট্র হওয়ার মহাসড়কে।
সম্ভাবনাময় শিল্প:
বিপুল জনশক্তির এই দেশে দ্রুততার সাথে শিল্পের ব্যাপক বিকাশ ঘটছে। উন্নত বিশ্বে পাদনের জন্য যেখানে জনশক্তির ঘাটতি রয়েছে, সেখানেবাংলাদেশের রয়ছে উদ্বৃত্ত বিপুল জনশক্তি। এছাড়াও রয়েছে কাঁচামাল, নিজস্ব জ্বালানি সম্পদ এবং পাদনোপযগী প্রাকৃতিক পরিবেশ। সম্ভাবনাময়শিল্পখাত গুলো হল- গার্মেন্টস শিল্প, সিরামিক শিল্প, চামড়াজাত শিল্প, জাহাজ শিল্প, প্রকাশনা শিল্প, ঔষধ শিল্প, হালকা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কৃষিজাতপণ্য মসলা, হিমায়িত খাদ্য দ্রব্য, পাট পাটজাত পণ্য প্রভৃতি।
কৃষি সম্ভাবনা :
বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় খাতে রয়েছে প্রচুর সম্ভাবনা। তাই অধিক খাদ্য পাদনের ল্েয দেশের কৃষিকে শিল্পায়নের আয়তায় নিয়ে আসতেহবে। দেশের কৃষি ভিত্তিক শিল্পের মধ্যে ফলের জুস, ডেইরি, পোল্ট্রি, স্য, ভোজ্য তেল, পাম চাষ, মিঠা পানির রিটা মাছ, মুক্তা চাষ, উপকূলীয় অঞ্চলেশুটকি, আমন চাষ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পাদন উল্লেখযোগ্য অবদান রাখবে।
উল্লেখ্য যে, কৃষি সম্প্রসারণে বাংলাদেশে উদ্ভাবিত হয়েছে কম্পিউটারের মাধ্যমে উদ্ভিদের রোগ নির্ণয় প্রযুক্তি।
সম্ভাবনাময় তথ্য প্রযুক্তি :
প্রযুক্তির েেত্র বাংলাদেশ এখন আগের যেকোন সময়ের তুলনায় এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে। বিভিন্ন শিা প্রতিষ্ঠান থেকে প্রতি বছরহাজারো তথ্য প্রযুক্তিতে জনশক্তি তৈরি হচ্ছে। তথ্য প্রযুক্তির েেত্র হার্ডওয়ার, সফটওয়ার, নেটওয়ার্কিং আউট সোর্সিং, ভ্যালু এডেড সার্ভিস, এনিমেশন, থ্রি.ডি. আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, ট্রেনিং সেন্টার, কল সেন্টার, টেলিকমিউনিকেশন, ওয়েব ডিজাইন, ইন্টারনেট সেবা, -ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এফএম রেডিও, অনলাইন রেডিও, অনলাইন টিভি ইত্যাদি খাত তৈরি হয়েছে।
জ্বালানি খনিজ সম্ভাবনা :
বাংলাদেশের রয়েছে প্রচুর জ্বালানি খনিজ সম্ভাবনা। প্রাকৃতিক সম্পদের প্রতি বিদেশি শক্তির লোলুপ দৃষ্টি রয়েছে বহুকাল থেকে। জ্বালানি খনিজেরবিপুল মজুদের সঠিক উত্তোলন ব্যবহার দেশের উন্নয়নকে আরো তরান্বিত করবে। সে েেত্র বিদ্যুপাদন, কয়লা, গ্যাস, সামুদ্রিক খনিজ সোনাউত্তোলন প্রভৃতি উল্লেখযোগ্য।
সম্ভাবনাময় পর্যটন শিল্প :
পর্যটন শিল্পে বাংলাদেশের সম্ভাবনা ঈর্ষণীয়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সমূহ, ঐতিহাসিক স্থান, ধর্মীয় সাংস্কৃতিক অঞ্চল আধুনিক স্থাপনাসমূহ পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।
জনশক্তির সম্ভাবনা :
বাংলাদেশের ১৬ কোটি মানুষই বাংলাদেশের জনসম্পদে পরিণত হচ্ছে। দেশের জনশক্তি বিদেশে রপ্তানি করে আয় হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা যা আমাদেরঅর্থনীতিকে সমৃদ্ধ করে তুলছে। জনশক্তি রপ্তানির মাধ্যমে দারিদ্র বিমোচন এবং বহুমুখী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিবিধ সম্ভাবনা :
বাংলাদেশ স্থাপত্য অবকাঠামোর উন্নয়ন যোগাযোগ ব্যবস্থাপনা, নাটক চলচ্চিত্র শিল্প, স্বাস্থ্য শিা ইত্যাদি খাতগুলিকে কাজে লাগানোর মাধ্যমেসম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে।
বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়তে হলে ৎ, দেশপ্রেমিক নাগরিক প্রয়োজন। তাই আমাদের সকলের উচিসমৃদ্ধবাংলাদেশ গড়তে নিজেদেরকে একজন ৎ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
লেখক :
সম্পাদক মন্ডলীর সভাপতি
মাসিক শিাঙ্গন

1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরার জন্য।
    আমরা বড়ই হই নাই নাই শুনতে শুনতে। কিন্তু আমাদের কত কি যে আছে তা আমরা জানি না। আরা চাইলে কারো সহযোগীতা বা খয়রাত ছাড়াই নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারি। শুধু দরকার স্বদিচ্ছার।

    উত্তরমুছুন